• বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]

‘বিটিএস’ খ্যাত জিন যোগ দিলেন সেনাবাহিনীতে

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
সেনাবাহিনী

যার ঢেউ খেলানো চুলে ফিদা কোটি কোটি তরুণী। তার সেই তারই চুল ছোট করে ছেঁটে ফেলতে হলো। কারণ, সেনাবাহিনী তে যোগ দিতে হবে বিটিএস খ্যাত জিনকে।

গল্প ভাবছেন? না এতা কোন গল্প না, সত্যি বলছি এটা। সুত্র: বিবিসি

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, প্রত্যেক যুবককে সামরিক প্রশিক্ষণ নিতে হয় এতা ব্যধ্যতামুলক।

সেই কারণেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ ব্যান্ড বিটিএস-এর সদস্যদেরও একে একে সেনাবাহিনীতে নাম নথিভুক্ত করতে হবে বলে জানান তারা।

বিষয়টি কনফার্ম করেন ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল বিবিসি।

যেহেতু দক্ষিণ কোরিয়া এখনও কৌশলগতভাবে তার শত্রু প্রতিবেশী উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে রয়েছে।

তাই দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী সক্ষম দেহের সকল পুরুষদের সেনাবাহিনীতে কাজ করতে হবে।

আর এটা বাধ্যটামুলক করতেই হবে। কেননা এটাই দক্ষিণ কোরিয়ার নিয়ম।

জিন নামক ওই ছেলেটি উত্তর কোরিয়ার সীমান্তের কাছে একটি বুটক্যাম্পে পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ শুরু করেছে ইতেমধ্যে।

এরপরে তাকে একটি ফ্রন্টলাইন ইউনিটে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

এমন খবরে তার ভক্তদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে বলে অনেকেই জানান। অনেকে আবার ভিবিন্ন ধরনের কমেন্ট করতে দিদাবোধ করছেন না।

‘বিটিএস’ খ্যাত জিন যোগ দিলেন সেনাবাহিনীতে

বিষয়টি নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছিল। মাইক, গিটার ছেড়ে সংগীত শিল্পীদের কেন অস্ত্র ধরতে হবে ওই প্রশ্ন করতে শুরু করেছিলেন অনেকেই।

যদিও পরবর্তীতে বিটিএস-এর লেবেল বিগহিট মিউজিকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নিয়ম অনুযায়ী পপ তারকারা দেশের স্বার্থে সেনাবাহিনী তে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আর এটা করতেই হতো তাদের, কেননা এটা তাদের দেশের নিয়ম।

এখানে বক্তদের কাদিয়ে তার এই সেনাবাহিনী তে যোগদান করার ব্যাপারে ভিবিন্ন মানুষ তাদের মত ক্রএ মতামত করেছেন, যা সম্পুর্ন ব্যাক্তিগত বলে যানান তারা।

তবে মানুষ তো তাদের মন্তব্য করবেই তাতে তো আর তাদের কাজ থেমে থাকবে না কোন ভাবেই।

জানানো হয়, ওই ব্যান্ডের সবচেয়ে বড় সদস্য জিন নামক ওই ছেলেটা। তাই সবার আগে তিনি সামরিক ট্রেনিং নিতে শুরু করবেন।

গত ৪ ডিসেম্বর ৩০ বছরে পা দিয়েছেন জিন নামক ওই ছেলেটা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সেনাবাহিনীতে যোগদান করবেন তিনি।

এমনটাই জানা গেছে তাদের থেকে, সর্বাপরি তাদের এই কাজকে অনেকেই ভালো বলে মন্তব্য করেছেন।

বিশ্বের হ্যান্ডসাম তারকাদের তালিকায় রয়েছে জিনের নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করে জিন লেখেন, ভেবেছিলাম খারাপ লাগবে।

কিন্তু, বেশ কিউট লাগছে। কী বলেন?জিনের এমন পোষ্টে তার হাজার হাজার বক্তরা তাদের ব্যাক্তিগত মন্তব্য শেয়ার করেছেন।

আবার কেউ কেউ জিনকে এই কাজের জন্য পারফেক্ট মনে করছেন। তবে বাস্তবতা হচ্ছে তাকে সেনাবাহিনী তে যোগদান করতেই হতো। আর সেই টাই তিনি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category