স্বপ্নের ফুটবল খেলছেন লিওনেল মেসি বল পায়ে ক্যারিয়ারের পড়ন্ত বেলাতে এসেও ছড়াচ্ছেন মুগ্ধতা!
বয়স ৩৫ ছাড়িয়েছে লিওনেল মেসি র, বিশ্বকাপ শিরোপা জেতার এটাই শেষ সুযোগ লিওনেল মেসির।
শেষটাতে এসে নিজেকে উজাড় করে দিচ্ছেন লিওনেল মেসি। সেমিফাইনালেও তিনিই সেরা।
তার ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে মঙ্গলবার রাতে অনায়াসে হারিয়েছে আর্জেন্টিনা। তিনি গোল করেছেন, করিয়েছেন!
তবে বাংলাদেশে যে তার এত পরিমান ভক্ত এবং শ্রোতা রয়েছেন তা তিনি নিজেই বুঝতে পারছেন এবং জানতে পারছেন।
আর্জেন্টিনা দেশে বাংলাদেশের পতাকা বিক্রি হচ্ছে পথে পথে এমনকি ভারতের জাতীয় সংগীত আর্জেন্টিনার বিভিন্ন শহরে।
সর্বোপরি তারা বাংলাদেশকে আপন করে নিয়েছে মেসি নিজেও বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভালোবাসার মেসেজ দিয়েছেন।
বাংলাদেশের তার বক্তব্য খুবই পাগল তার এই খেলার মুগ্ধতা ছড়াচ্ছে। মেসির বিশ্বকাপ জেতার হয় সেটাই প্রার্থনা করেন তার ভক্তরা।
ফাইনালে পা রাখার মিশনে মেসি শুধু গোলই করেননি, অসাধারণ অ্যাসিস্টে গোল করিয়েছেন সতীর্থ জুলিয়ান অ্যালভারেজকে দিয়ে। দল এখন পাচ্ছে শিরোপার সুবাস।
১৯৮৬ সালের পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে লাতিন জায়ান্টরা। সব মিলিয়ে ক্রোয়েশিয়ার সাথে তাদের খেলা ছিল দুর্দান্ত যেখানে ক্রোয়েশিয়া কোন গোল করতে পারেনি আর্জেন্টিনাকে সেখানে আর্জেন্টিনা ক্রোয়েশিয়া কে তিন গোলে সর্বোপরি বাড়ি পাঠিয়ে দিয়েছেন।
মেসির এমন মুগ্ধ করা ফুটবল দেখে আর আবেগ ধরে রাখতে পারলেন না লুইস সুয়ারেজ। প্রাক্তন ক্লাব সতীর্থ ও বন্ধুকে স্যালুট জানালেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উরুগুয়ের এই কিংবদন্তি লিখেছেন, ‘মেসি, এই মহাবিশ্বে তুমিই সেরা। এটা দেখাতে গিয়ে কখনও ক্লান্ত হইও না।
তোমার জন্য গোটা বিশ্ব উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। তুমি ফুটবলের জন্য যা করেছ, অসাধারণ আমার বন্ধু।’
শুধু লুইস সুয়ারেজ না।, এমন হাজার হাজার ভক্ত ফেসবুক টাইমলাইনে রয়েছে তার জন্য অবিরাম ভালোবাসার স্ট্যাটাস।
অফিশিয়ালি টুইটারসহ বিভিন্ন প্লাটফর্মে মেসির ভালোবাসার প্রকাশ হয়ে থাকে। তার ভক্তদের এই ভালবাসার চিহ্ন তা সত্যিই তাকে মুগ্ধ করে।