মায়ের সঙ্গে নেচে জয় উদযাপন! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে রূপকথা লিখল মরক্কো দেশ।
প্রথমবার কোনো আফ্রিকান দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে এই মরক্কো দেশ দলটি।
দলের এমন অর্জনে আনন্দে আত্মহারা মরক্কো জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই। মাঠেই বেশকিছু নতুন উদযাপন করে আলো কেড়েছে মরক্কো দেশের এই দলটি।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে খেলোয়াড় সোফিয়ান বউফালের মায়ের সঙ্গে নাচ। এই ব্যাপারটি দর্শকদের মাঝে যেন যথারীতি ভাইরাল হয়ে গিয়েছে।
গোটা মুসলিম বিশ্ব এবং আফ্রিকা জুড়েই চলছে বিশাল উদযাপন। বিশ্বকাপের শেষ আটে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকান দেশ মরক্কো।
ম্যাচ শেষে তাই দলের সব খেলোয়াড় একসঙ্গে মাঠেই সিজদাহ করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমন দৃশ্য দর্শকদের মাঝে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে যা দর্শকরা খুবই আনন্দ পেয়েছেন এবং সৃষ্টিকর্তার প্রতি এই ভালোবাসা দেখে দর্শকরা ভালোবাসা প্রদান করেছেন।
গত কয়েক ম্যাচ ধরেই জয়ের পর এটা করে আসছে মরক্কো যা দর্শকদের মন কেড়ে নিচ্ছে।
এরপরেও চলেছে উদযাপন। নাচ-গানে পুরো মাঠ জমিয়ে রেখেছেন মরক্কোর ফুটবলাররা।
এবারের বিশ্বকাপে মায়ের সঙ্গে জয় উদযাপনকে রীতিমতো জনপ্রিয় করে তুলেছেন মরক্কোর ফুটবলাররা।
এবারের বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই জয়ের পর আলিঙ্গন বা চুম্বনে মায়ের সঙ্গে জয় উদযাপন করেছেন মরক্কোর তারকা আশরাফ হাকিমি।
আর তার এ ধরনের আচরণ দর্শকদের মাঝে ভালোবাসার নিদর্শন হয়ে থাকবে বলে অনেকের দাবি।
মাঠের এক কর্নারে ভক্তদের সামনে মায়ের সঙ্গে নেচেছেন বাউল। এসময় ভিডিও করেছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শরা।
আর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে নিয়মিত। মরক্কোর এই জয় যেন সমগ্র পৃথিবী কে জাগিয়ে তুলছে।