‘বিগ বি’র নাতনি নাকি সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে প্রেম করছেন! কি ভাবছেন এটা আবার কেমন নিউজ? নব্যা
নন্দা এবং সিদ্ধান্ত একটি বিশেষ সম্পর্কে রয়েছেন। এতদিন এই বিষয়ে যথেষ্ট রাখঢাক রাখলেও এবার মনে
হচ্ছে তারা বিষয়টা প্রকাশ্যে আনতে চলেছেন। কতদিন একটা বিষয় গোপন রাখা যায় প্রকাশ্যে তো আনতেই হবে
তাহলে কি সেই সময়টা এখন চলে এসেছে? বিগত বেশ কয়েক মাস ধরেই তারা নাকি সম্পর্কে রয়েছেন (সত্যতা কতটুকু জানি না তবে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে)। কিন্তু কখনোই সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি তারা। শনিবার (১০ ডিসেম্বর) তারা দুজনেই প্রযোজক অমৃতপাল সিং বিন্দ্রার জন্মদিনে আমন্ত্রিত ছিলেন। হয়তো সেখানে তারা বলত ছেড়েছিলেন কোন কারন বলতে পারেননি কিন্তু তাহলে কি তারা এটা অফিশিয়ালি এনাউন্সমেন্ট করবেন? একজন পাপারাজ্জি তাদের এই একত্রে অনুষ্ঠান ছেড়ে বেরোনোর মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর কি বাকি মুহূর্তে এসে যায় সবার শেয়ারে শেয়ারে একদম তছনছ হয়ে যায়। সেই পোস্টে তিনি লেখেন, ‘প্রকাশ্যে একসঙ্গে প্রথমবার।’ একই সঙ্গে তিনি এই পোস্টে লেখেন, ‘মুম্বাইয়ে একটি পার্টির পর তাদের রাতে একত্রে দেখা যায়।’ পাপারাজ্জিরা যখন তাদের ছবি তোলার জন্য গাড়ির সঙ্গে দৌড়াচ্ছেন তখন তাদের হাসতে দেখা যায়। এই প্রথমবার তাদের একত্রে দেখা গেল।
আরো পরুন মিরাজ খুব ভালো খেলোয়াড়। তিনি আজ ভারতের বিরুদ্ধে একটি খেলায় সেঞ্চুরি করেছিলেন এবং
কয়েক বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি জয়েও তিনি নায়ক ছিলেন। লোকে তাকে নিয়ে পত্রিকায় লিখেছে,
তাকে একজন মহান খেলোয়াড় বলে অভিহিত করেছে।মেহেদী হাসান মিরাজ বরাবরই ক্রিকেটের প্রতি আগ্রহী।
তিনি ঘুমিয়ে থাকা অবস্থায়ও এটি দেখতে পছন্দ করতেন।একদিন রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে বলল, “মা, তুমি কি জানালাটা আটকাতে পারবে যাতে আমি ক্যাচটা ধরতে পারি।” এভাবেই তার মা মিনারা বেগম বর্ণনা করছিলেন মেহেদী হাসান মিরাজ ক্রিকেট নিয়ে কতটা আবেগী।
মিরাজের ছোট বোন রুমানা আক্তার তাদের সাথে কথা বলার পর মিনারা বেগম মিডিয়া থেকে দূরে সরে যান।
রুমানা আক্তার বলেন, মিরাজ সব সময় শান্ত ছিলেন এবং কখনো কারো কথা অমান্য করেননি।