কিশোরগঞ্জে নালার পানিতে ডুবে অর্ক ও সিয়াম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে আজ। সম্পর্কে এ দুই শিশু মামাতো ফুফাতো ভাই।
ঘটনাটি ঘটার পরে এলাকায় রীতিমতো হইচই পড়ে যায় এ যেন এক শোকের ছায়া নেমে আসে।
সাবেক চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত তিন মাস পূর্বে শিশু অর্কের মা জুয়েনা বেগম মারা যায়।
এরপর থেকে তার দুই ছেলে মাশরুম (৫) ও অর্ক (৪) তাদের নানার বাড়ি গাগলাইল গ্রামে চলে আসে।
এখানে থেকে তারা লেখাপড়া শুরু করে। আর সেই সূত্রে শিশু মাশরুম ও অর্ক তার মামাতো ভাই সিয়ামের সঙ্গে খেলাধুলা করতো।
কিন্তু আজকে মামাতো ভাই এবং ফুপাতো ভাইয়ের এই মৃত্যু এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা দুজনেই একদম বাচ্চা।
বৃহস্পতিবার বিকেলে বাড়ির সবার অগোচরে এ তিন শিশু খেলতে বের হয়ে যায়।
খেলতে খেলতে একসময় বাড়ির দক্ষিণ দিকে জয়নালের নতুন বাড়ির নালায় পড়ে যায় অর্ক ও সিয়াম।
ঘনর ঘটনাটি এলাকাবাসীর চোখে আসলে সাথে সাথে গিয়ে তাদের পরিবারকে খবর দিলে তারা এসে উদ্ধার করে, অবশ্য তখন তাদের মৃত্যু নিশ্চিত হয়।
খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে সিয়ামকে পানিতে ভাসমান অবস্থায় ও পানির নিচ থেকে অর্কের নিথর দেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি খুবই মর্মান্তিক এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
কিন্তু আজকে মামাতো ভাই এবং ফুপাতো ভাইয়ের এই মৃত্যু এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা দুজনেই একদম বাচ্চা।