দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন চালকসহ ৩ জন।
(১১ডিসেম্বর) রোববার সকাল অনুমানিক ৫টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কে মিলের সামনে ঘটনা ঘটে বলে জানা গেছে।
যারা নিহত হয়েছেন তারা হলেন- দুর্গাপুর গ্রামের মোশারেফ রহমানের ছেলে সাইমুর রহমান জিহাদ মোল্লা (২২),
একই এলাকার সফিকের ছেলে পিকআপচালক রাতুল গাজি (২৪) এবং পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. কনিসের ছেলে মাসুম বিল্লাহ (২৫)।
স্থানীয়রা জানান, (১১ডিসেম্বর) রোববার ভোরে একটি ছোট পিকআপ টমেটো নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরে যাচ্ছিল।
পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের নামের একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কের ভিমলপুর মির্জা অটোমিলের সামনে পৌঁছালে কিছু বুজে উঠার আগেই মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালক,
সহকারী ও একজন যাত্রী নিহত হয় যান। যাত্রীবাহী বাসটি পালিয়ে যায় ঘটনাস্টাল থেকে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম মোল্লা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানা তিনি।
নিহতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেন অই ওসি।
তারা আসলে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই আমাদের জানন তিনি।
তবে পালিয়ে আসা শ্যামলী পরিবহনের নামে মামলা সহ যাবতীয় কাজ চলমান রয়েছে। আমরা এটা খুব দ্রুত করতেছি।
মামলা প্রক্রিয়াদিন বলে জানান। নিহতদের খুব দ্রুত পরিবারের কাছে হস্তান্তার করা হবে।