রাজধানীতে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশাও যে বেড়ে গিয়েছে তা নিঃসন্দেহেই বলা যায়। বিগত কয়েক দিনের তুলনায় বুধবার সকালে আরও ঘন কুয়াশা দেখা গেছে রাজধানীতে বেশকিছু জায়গাতে।
সকাল ১০টা বাজলেও এখনো কুয়াশার আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছে না, মনে হচ্ছে যেন এখনো সকাল হয়নি এভাবে পুরো শহর অন্ধকার হয়ে থাকে। বাধ্য হয়েই সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। এক্ষেত্রে তাদের ঝুঁকি থেকেই যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলেন, রাজধানীর আকাশে স্বাভাবিকভাবেই ধুলা ও ধোঁয়া বেশি।
এজন্য কুয়াশাকে অনেক বেশি ঘন মনে হচ্ছে। কিন্তু প্রকৃত ঘন কুয়াশা হলে গাছের পাতায় পানি পড়ে ও স্যাঁতসেঁতে ভাব থাকে।
কিন্তু এই কুয়াশা ঘন নয়। তবে হ্যাঁ এটাও সত্য যে রাজধানীতে যানবাহনের চাপ ধুলোবালি এবং যানবাহনের ধোঁয়া বেশি অন্ধকার করে ফেলে পুরো শহর জুড়ে।
তবে শহরটাকে ক্লিয়ার রাখতে যানবাহনের এই ধরনের হাই স্পিড পাইলট পরিত্যাগ করা উচিত।
তিনি বলেন, কুয়াশা আরও দুদিন থাকতে পারে। এটি কেটে গেলে ঢাকায় আরও শীত পড়বে।
এছাড়া দেশের অন্যান্য এলাকায় শীতের তীব্রতা বাড়বে।
দেশের অন্যান্য জেলা এবং বিভাগগুলোতে শীতের আদ্রতা অনেক বেশি বেড়ে গিয়েছে বিগত কয়েক দিনের তুলনায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন শীতের তীব্রতা ক্রমেই বাড়বে।
সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।