রাজধানীর মতিঝিল থানায় দুদকের দায়ের করা মা’মলায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (BDBL) প্রধান শাখার সাবেক সিনিয়র অফিসার তিন ধারায় ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
(১৪ ডিসেম্বর) বুধবার ঢাকার বিশেষ জজ আদালত- ৯ এর বিচারক হাফিজুরের আদালত এ রায় ঘোষণা করেন।
একই মা’মলায় তার স্ত্রী নাজমা বেগমকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সবমিলিয়ে স্বামী এবং স্ত্রী কে ২০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায় শেষে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
হয়তো দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাদের রায় আরো বেশী জটিল হয়েছে বলে অনেকে দাবি।
মা’মলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর তারিখে ১০ কোটি টাকা মূল্যের একটি পে অর্ডার নগদায়নের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট লি. এর প্রধান শাখায় যান আসামিরা।
জ্বালিয়ে দেয়ার আদালত বিবেচনা করে তাদেরকে এ ধরনের কারাদণ্ড প্রদান করেন।
তারা জাল জালিয়াতির মাধ্যমে পে অর্ডার তৈরি করে অবৈধভাবে তাদের অ্যাকাউন্টে জমা দিয়ে ১০ কোটি টাকা এবং পে অর্ডারটি নগদায়নের ব্যবস্থা গ্রহণ করে টাকা আত্মসাৎ করেন।
এটাই হলো এই মা’মলার প্রধান সমস্যা।
তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে আদালত বলেন তারা যেখানেই থাকুক না কেন দ্রুত গ্রেফতার করুন এবং তাদেরকে আইনের সম্মুখীন করুন।
তাদেরকে দ্রুত আইনের সম্মুখীন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলেও তারা কোনোভাবেই এটি তাৎপর্য করেননি,
অতঃপর আদালতের এই শুনানির পরে তারা দুজনেই পলাতক রয়েছেন। কারাদণ্ড