• বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

আজকে মাঠে নামলেই রেকর্ড হবে মেসি র

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
মেসি

এবারের বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভাঙছেন লিওনেল মেসি । এবারের আসরে ইতোমধ্যে ৪ গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় বাতিস্তুতার পাশে বসেছেন লিওনেল মেসি।

এছাড়া বিশ্বকাপ খেলতে নেমে ছুঁয়েছেন সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড লিওনেল মেসি।

এবার আরও একটি রেকর্ডের হাতছানি দিচ্ছে তারকা ফরোয়ার্ডের সামনে লিওনেল মেসি।

বিশ্বকাপের সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামলেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক হয়ে যাবেন লিওনেল মেসি।

তবে রেকর্ডটা অবশ্য তার একার হবে না। তবে লিওনেল মেসি র যে এটা শেষ বিশ্বকাপ তা ভাবতেই যেন তার বক্তদের কান্না চলে আসে। আর সত্যি এটাই তাই মানতে হবে।

জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসও খেলেছেন মেসি র সমান ২৫টি বিশ্বকাপ ম্যাচ।

যদিও ভাবতে অবাক লাগছে বিষয়টি, তবে রেকর্ডটা একান্ত নিজের করে নেওয়ার সুযোগ আছে লিওনেল মেসির।

আজ সেমিফাইনাল ম্যাচে খেলার পর ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী যেকোনো একটি ম্যাচে মাঠে নামলেই এককভাবে রেকর্ডটা লিওনেল মেসির হয়ে যাবে।

এটা তার বক্তদের জন্য যেমন খুশির সংবাদ তেমনি এটি তাদের জন্য দুঃখের সংবাদ বটে।

তবে দেখা যাক শেষে কি হয় তার বক্তদের জন্য।

আজকের ম্যাচে একটি গোল করলে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশসাপাশি এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপের পাশে বসবেন লিওনেল মেসি।

তবে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে মেসি র সঙ্গী আছেন পাঁচজন—মেক্সিকোর আন্তনিও কারবাহাল,

রাফায়েল মার্কেজ, আন্দ্রেস গুয়ারদাদো, জার্মানির লোথার ম্যাথাউস ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

আবার “ক্রিস্টিয়ানো রোনালদো” এর কান্নার শেষ মূহুর্ত তার বক্তদের হৃদয় ছিড়ে নিয়েছেন।

দেখা গেছে অনেকের টাইমলাইনে ক্রিস্টিয়ানো রোনালদো কে নিয়ে আবএগন ভিবিন্ন পোস্ট আছে।

এটা তার লাইফে যেমন শেষ বিশ্বকাপ ছিল তেমনি লিওনেল মেসি র ও এটা শেষ বিশ্বকাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category