ডোমারে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ জানুয়ারী, ২০২২, ১ year আগে

ডোমারে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ফাইল ছবি | পত্রিকা একাত্তর
নীলফামারীর ডোমার উপজেলায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯শে জানুয়ারী) সকালে ডোমারের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা মো. সাফিউল ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাবেদুল ইসলাম সানবীম, নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বিনয় চন্দ্র রায়, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন-অর-রশিদ প্রমুখ।

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ‘ক্রিকেট’ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সোনারায় উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয় মটুকপুর স্কুল এন্ড কলেজ। এতে সোনারায় উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।