নীলফামারীর ডোমারে সওদাগর পাড়া ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে ‘মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ই ফেব্রুয়ারী) রাত ৮টায় ডোমার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সওদাগরপাড়া ব্যাডমিন্টন ক্লাব মাঠে আয়োজিত ‘মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সহিদার রহমান মানিক, নীলশতদল খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজা, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান তুলু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রুবেল ইসলাম, ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম, ডোমার ব্যাডমিন্টন ক্লাবের (ডিবিসি) ভারপ্রাপ্ত সভাপতি সাগর মালাকার, সওদাগরপাড়া ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি বকুল সওদাগর, তরুণ নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক এস.কে. সোহেল প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যে মেয়র দানু বলেন, ডোমার পৌর এলাকায় ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য একটি মানসম্মত ইনডোর স্টেডিয়াম করা হবে। যেখান থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের অংশগ্রহণ করাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। মাদক কে ‘না’ বলে তরুণ সমাজকে ক্রীড়ায় মনোনিবেশ করে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পরস্পর মুখোমুখি অংশগ্রহণ করে সৈয়দপুর ব্যাডমিন্টন ক্লাব বনাম সওদাগরপাড়া ব্যাডমিন্টন ক্লাব। এতে সৈয়দপুর ব্যাডমিন্টন ক্লাবকে ২-০ সেটে হারিয়েছে ডোমার ব্যাডমিন্টন ক্লাব। উদ্বোধনী ম্যাচের প্রধান বিচারক ছিলেন ডোমার ব্যাডমিন্টন ক্লাবের সাংগঠনিক সম্পাদক শুভ ভৌমিক। ডোমার ব্যাডমিন্টন ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন তানভীর রহমান বন্ধন ও ইমরান ইসলাম (মন্টু)।
পত্রিকা একাত্তর/ রিশাদ
ডোমারে ‘মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর উদ্বোধন
১২ ফেব্রুয়ারী, ২০২২, ১ year আগে
