গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা জাতীয় ছাত্র সমাজের আয়োজনে গত রোববার বিকালে উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ওহেদুজ্জামান সরকার বাদশা, ওসি তৌহিদুজ্জামান, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব খোকন, উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হান্নু মিয়া, বেলকা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রানা, সাধারণ সম্পাদক মফিদুল হক মন্ডল, উপজেলা যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, পল্লীবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমূখ।
ক্রিকেট টুর্ণামেন্টে ৪টি গ্রুপে ১২টি দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী দিনে টুর্ণামেন্টে অংশ নেয় পৌরসভা দল বনাম বেলকা দল। এর আগে বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের একুরিয়াম উদ্বোধন করেন। পরে তিনি বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক,শিক্ষক ও কর্মচারির সাথে মতবিনিময় করেন।
পত্রিকা একাত্তর / হযরত বেল্লাল
এরশাদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনে: এমপি শামীম
৭ ফেব্রুয়ারী, ২০২২, ১ year আগে
