গতকাল বুধবার ১৬ ফেব্রুয়ারী দুপুরে বটিয়াঘাটা প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে ও প্রানী সম্পদ অফিসার ডাঃ বন্কিম হালদার এর স্বাগত বক্তব্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রেক্রনা কালাম লিলি, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্হাপক দেবু টিকাদার, বটিয়াঘাটা প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর, সহ সম্পাদক ইমরান হোসেন সুমন, সাংবাদিক অজিত কুমার রায়, তোরান হোসেন রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ৩০ টি স্টল বসে।
এসময় অতিথিবৃন্দ ৩ জন গরু খামরি, ৩ জন ছাগল খামারিসহ সর্বমোট ২০ জনকে পুরস্কৃত করা হয়। এসম বিভিন্ন দপ্তরের আয়োজনে ষ্টলগুলো অতিথিবুন্দ পরিদর্শন করেন।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম