ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য টিএসআই আমিনুর রহমানকে পুরষ্কৃত
১৬ ফেব্রুয়ারী, ২০২২, ১ year আগে

নীলফামারী জেলা পুলিশের অন্তর্ভুক্ত ডোমার থানা এলাকায় জানুয়ারী মাসে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের কারণে পুরষ্কার পেয়েছেন ডোমার ট্রাফিকের টিএসআই মো. আমিনুর রহমান।
সোমবার (১৪ই ফেব্রুয়ারী) নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে দুপুর ২টায় অনুষ্ঠিত ফেব্রুয়ারী/২০২২ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন—নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম।
এতে জানুয়ারী/২০২২ মাসে ডোমার থানা এলাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট আইনে অধিক প্রসিকিউশন ও জরিমানা আদায় সংক্রান্তে সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য ডোমার ট্রাফিকের টিএসআই মো. আমিনুর রহমানকে জেলা পুলিশ কর্তৃক পুরষ্কৃত করেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম।
পুরষ্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন—নীলফামারী সদর ট্রাফিক পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. সেলিম আহম্মেদ, জ্যোতির্ময় রায়, ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, কিশোরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) অপূর্ব সরকার, সৈয়দপুর ট্রাফিকের পুলিশ সার্জেন্ট মো. আশরাফ কুরাইশি, নীলফামারীর পুলিশ কন্ট্রোল রুমের এএসআই (নিরস্ত্র) শ্রী দ্বীজেন্দ্রনাথ রায়, এসআই (নিরস্ত্র) মো. মুক্তাহারুল ইসলাম, বেতার অপারেটর কনস্টেবল/ ৭৫১ মো. সুমন রব্বানী, কনস্টেবল/ ৫২২ মো. ওমর ফারুক, কনস্টেবল/ ৭৫৭ মো. ফটিক বাবু, কনস্টেবল/ ৪৭০ মো. শাহ আলম, কনস্টেবল/ ৮৮২ মোঃ লিমন হাসান, নীলফামারী সদর থানার এসআই (নিরস্ত্র) মো. বাকিনুর ইসলাম।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ.এস.এম. মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি (ডিবি), ডিআইও–১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই, নীলফামারী-কোর্ট পুলিশ পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে রংপুর রেঞ্জের টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে।
পত্রিকা একাত্তর / রিশাদ