শিক্ষক আব্দুল কাদেরের জানাজা সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৮ ফেব্রুয়ারী, ২০২২, ১ year আগে

শিক্ষক আব্দুল কাদেরের জানাজা সম্পন্ন
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদের (৭৭) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ই ফেব্রুয়ারী) বাদ জুম্মা উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের বিজিবি ক্যাম্প মসজিদে শিক্ষক আব্দুল কাদের’র জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে খালপাড়া গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
প্রবীণ শিক্ষক আব্দুল কাদের গতকাল সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে হৃদরোগ, কিডনি এবং ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন শিক্ষকতার ৫৪ বছরের মধ্যে ৩৪ বছর চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষক।
তার জানাজায় উপস্থিত ছিলেন—মরহুমের দীর্ঘদিনের সহকর্মী লুৎফল করিম, ২নং কেতকীবাড়ি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি অহিদুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন, নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মুজিবুল ইসলাম প্রমুখ।
পত্রিকা একাত্তর/রিশাদ